• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০,

নববর্ষকে বরণ করতে বর্ণিল উৎসবে মেতে উঠেছে পুরো দেশ


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৬:২৬ পিএম
নববর্ষকে বরণ করতে বর্ণিল উৎসবে মেতে উঠেছে পুরো দেশ

জীর্ণ-পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ - এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের মনের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে, নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতে উঠেছে পুরো দেশ।
 

‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’
বছর ঘুরে আবার এসেছে পহেলা বৈশাখ
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ
Link copied!