• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শৈত্য প্রবাহ থাকবে আরও দুইদিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:৫৩ এএম
শৈত্য প্রবাহ থাকবে আরও দুইদিন

দেশজুড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন স্থানে আরও দুইদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (১৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবদুল মান্নান জানান, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় আরও এক থেকে দুইদিন মৃদু শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২০ ও ২১ জানুয়ারি সারাদেশে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ওই সময় তাপমাত্রা হালকা বাড়বে। বৃষ্টি শেষে তাপমাত্রা আবারও কমে যাবে। বৃষ্টির পর আরও একটি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।

এদিকে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!