রাজধানীতে হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত বাসচালক ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মো. আবদুল লতিফ বলেন, “মারধরের শিকার ঢাকা কলেজ শিক্ষার্থীর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাসচালককে আটক করা হয়েছে।”
জানা যায়, মারধরের শিকার শিমুল শিকারি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় তাকে মারধর করেন মৌমিতা বাসের সহকারী। তার মাথায় তীব্র আঘাত, গলা ও পায়ে জখম হয়। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেন শিক্ষার্থীরা। একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখা হয়।
নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, “ঘটনা মোহাম্মদপুর থানা এলাকায় হওয়ায় সেখানে অভিযোগপত্র দাখিল হয়েছে ৷ বাসচালকও আটক হয়েছেন। এখন শিক্ষার্থীদের আটক করা বাস তিনটি নিউমার্কেট থানায় নিয়ে যাচ্ছি ৷”
এছাড়া অভিযুক্ত মৌমিতা বাসের সহকারী ফারুক এখনও পলাতক বলেও জানিয়েছে পুলিশ।