সাভারের কাউন্দিয়ায় বরাদ্দের চাল ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
অভিযোগপত্র থেকে জানা যায়, ইউনিয়নের সিংগাসার আলী আহম্মদ স্কুল থেকে বেলতলা মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়নে ৪০ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে ১০ শতাংশ কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করেছেন চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত।
অন্যদিকে ২০১৭-২০১৮ অর্থ বছরে বাকসাদ্রা নদীর ঘাট থেকে আবু বক্করের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখার) বরাদ্দকৃত চাল আত্মসাৎ ছাড়াও ইউনিয়ন পরিষদের মাসিক সভায় কার্যবিবরণী বইতে ইউপি সদস্যদের স্বাক্ষর না নিয়েই পরিষদের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে চেয়ারম্যান আতিকুর রহমান খানের বিরুদ্ধে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (ইউনিয়ন পরিষদ) মলয় চৌধুরী বলেন, এ ঘটনায় তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজারুল ইসলাম জানান, এখনো কোনও চিঠি আসেনি ।