• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৫:০১ পিএম
ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ  ঢাকা সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের রাজনৈতিক সংলাপের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল সাউদ ঢাকায় সফরে আসছেন।”

এ সফরে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

এর আগে ২০১৬ সালের মার্চে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

তবে কূটনৈতিক সূত্র বলছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবে দুই দেশ।

বাংলাদেশে সৌদি বিনিয়োগ প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূত বলেন, “সৌদির বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সামনের দিনে ২৩টি বড় কোম্পানি বাংলাদেশে আসবে বলে আশা করছি।”

Link copied!