এবার এক ছাত্রীকে ‘রাইদা পরিবহন’ এর একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সে রাজধানীর আফতাব নগরের ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনার জেরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাইদা পরিবহনের ১৫টি বাস রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় আটক রেখেছেন। এতে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে ডিএমপির রামপুরা থানা সূত্রে জানা গেছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “দুপুরের দিকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা থেকে করোনার টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় তাকে ওই বাসের হেলপার ধাক্কায় দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। এ খবর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় রাইদা পরিবহনের ১৫টি গাড়ি আটকে দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
এর আগে সোমবার (১৫ নভেম্বর) রামপুরায় বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটকে রাখেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।