রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনে চলা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় এনা বাসের চালককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে দুর্ঘটনার শিকার মাইক্রোবাসচালক বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
খিলক্ষেত থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি হোটেল লা মেরিডিয়ানের সামনে উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসটির ওপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাসচালক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় এনা পরিবহনের চালককে আসামি করা হয়েছে।”
আমিনুল ইসলাম আরও বলেন, “এনা পরিবহনের বাসটি ও দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি রেকারে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা এনা পরিবহনের বাসটির চালককে গ্রেপ্তার করতে চেষ্টা করছি।”
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে একটি মাইক্রোবাসের ওপর উঠে যায়।