রাজধানীর ফার্মগেটের হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম শ্যাপেন সুশানা মল্লিক। তিনি ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, “আজ সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
অপূর্ব হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোদে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”