• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অতিরিক্ত মদ পানে স্কুলশিক্ষকের মৃত্যু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১১:৪৬ এএম
অতিরিক্ত মদ পানে স্কুলশিক্ষকের মৃত্যু

সাভারে মদ পানে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরমানের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত আরমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। রাতে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে বলে।

Link copied!