• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যা বললেন আসিফ মাহমুদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৯:০৪ পিএম
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যা বললেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

সোমবার (১১ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরও বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি।”

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার সত্ত্বেও অলিম্পিক খেলায় কোনো স্বর্ণপদক অর্জন করতে পারেনি। অলিম্পিক খেলায় খেলোয়াড়দের ভালো করতে চীন-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।”

আসিফ মাহমুদ বলেন, “আমরা দায়িত্বভার নেওয়ার পরেই খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি। যেখানে দেশের ৫৫টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে আপনাদের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ কামনা করছি।”

এ সময় চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেন, “আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করছি।”

Link copied!