• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ১০:০৫ পিএম
‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে’
ফাইল ফটো

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছোট ভাই, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

কাদের মির্জা বলেন, “আমার পিতৃতুল্য বড় ভাই উনি। তিনি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। দুশ্চিন্তার কারণ নেই বলে ডাক্তার বলেছেন। আগামী সপ্তাহের শুরুতে চিকিৎসকের পরামর্শে তিনি দেশে ফিরবেন।”

কাদের মির্জা আরও বলেন, “ওবায়দুল কাদের আগের থেকে ভালো আছেন। বর্তমানে উনার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি নোয়াখালীর সবার কাছে দোয়া চেয়েছেন।”

এর আগে গত শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের তার বাইপাস সার্জারি হয়। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ওই বছরের ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকে তিনি ফলোআপ চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুর যান।

Link copied!