• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৯:২০ এএম
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ (সোমবার) থেকে খুলছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ছুটি ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সেই ছুটি শেষ হয়েছে রোববার। টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে রমজানের আগের সূচিতে চলবে অফিস। আজ থেকে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিবছরই রমজান মাসে অফিস সূচিতে পরিবর্তন আনা হয়। অন্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস করেছেন।

এবার পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২০ এপ্রিল অফিস খোলা ছিল। ঈদের ছুটির সঙ্গে ওই দিন (২০ এপ্রিল) নির্বাহী আদেশে এক দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই এক দিন বাড়তি ছুটির মধ্য দিয়ে টানা পাঁচ দিন ছুটি ছিল।
 

Link copied!