• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

জি কে শামীম ও তার মায়ের মামলায় সাক্ষ্য পেছাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৩:২৫ পিএম
জি কে শামীম ও তার মায়ের মামলায় সাক্ষ্য পেছাল

আলোচিত-সমালোচিত ঠিকাদার জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। নতুন করে আগামী ১২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৪ এ মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঠিক করেন বিচারক সৈয়দ আরাফাত হোসেন।

বুধবার জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও তার মা পলাতক আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন।

এখন পর্যন্ত মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন বাদী দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। তবে তার সাক্ষ্য শেষ হয়নি।

২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দিন।

২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Link copied!