• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন স্পিকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:৩১ পিএম
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন স্পিকার

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণবভনে শুভেচ্ছা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুই নুর ই আলম চৌধুরী লিটনসহ জাতীয় সংসদের হুইপরা।

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) ২২তম সম্মেলনের কাউন্সিলে সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো দলের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন।

আগের কমিটিতে তেমন একটা রদবদল হয়নি। কারণ হিসেবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। এটা হিসেব করেই বড়ো কোনো অদলবদল করা হয়নি।
 

Link copied!