• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের কমিটি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৮:৪৫ পিএম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের কমিটি ঘোষণা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংগঠনটির চতুর্থ নগর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অরূপ দাস শ্যামকে সভাপতি ও সায়মা আফরোজকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ঘোষণা করেন।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি নওশীন মুসতানিন সাথী, সাংগঠিক সম্পাদক পঙ্কজনাথ সুর্য, দপ্তর সম্পাদক শাহিনুর সুমি, অর্থ সম্পাদক জয়মা মুনমুন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিয়ান রেহমান রাহাত, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল আঊয়াল স্বপন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান, সুমাইয়া সাইনা, হেমন বর্মন, প্রত্যয়ী প্রিতু ও নাবিন আবতাহি।

Link copied!