তাৎক্ষণিকভাবে নতুন কোনো কর্মসূচি ঘোষণা না দিয়েই রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর সন্ধ্যায় তারা শাহবাগ ছেড়ে যার যার ক্যাম্পাসের দিকে চলে যান।
তবে শাহবাগ ছাড়ার আগে আন্দোলনের সমন্বয়কারীরা জানান, সারা দেশের সব ক্যাম্পাসে আগামীকাল শনিবার (১৩ জুলাই) প্রতীকী বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করা হবে। সেখান থেকে আন্দোলনের পরবর্তী করণীয় বা কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে এসে জড়ো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, আগের দিন বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলা ব্লকেড কর্মসূচি চলার সময় রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অনেকেই আহত হয়েছে। সেসব হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ করেন। তারা কোটা পদ্ধতির যৌক্তিক সমাধান চান।