• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

এতিমদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৫:৪৯ পিএম
এতিমদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত
ছবি : সংগৃহীত

এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত করেছে রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘ডিজিটাল বাংলাদেশ বিপ্লবের পর লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতিঝিলের দারুল খিতমা মাদ্রাসা ও এতিম খানায় এই জন্মদিন উদযাপিত হয়।

জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিমদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন উপস্থিত নেতাকর্মীরা। এরপর এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এর নেতৃত্বে ছিলেন টিঅ্যান্ডটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে আনোয়ার বেগ।

ফজলে আনোয়ার বেগ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আমরা মানবতার মায়ের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করি। আমরা বিশ্বাস করি, তিনি আছেন বলেই দেশ ডিজিটাল হয়েছে এবং খুব শিগগিরই দেশ স্মার্ট হয়ে উঠবে।”

Link copied!