• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

অতিথি হিসেবে সংসদে পিটার হাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৪:৩৯ পিএম
অতিথি হিসেবে সংসদে পিটার হাস
সংসদে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন দেখতে সংসদ ভবনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

সংসদ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে মনোনীত করে।

এর আগে গত ৭ জানুয়ারি নির্বাচনকে ঘিরে মার্কিন এ কূটনীতিকের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গণে বিতর্কের জন্ম দেয়। নির্বাচনের পরে অবশ্য তিনি বিভিন্নভাবে সহযোগিতার বার্তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। 

Link copied!