• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের আইডেন্টিফাই করা উচিত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৫:২৪ পিএম
‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের আইডেন্টিফাই করা উচিত’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে যে ‘কুশীলবরা’ ছিলেন তাদের আইডেন্টিফাই করা উচিত। কিছু না হলেও জাতি যেন তাদের ঘৃণা করতে পারে।”

মঙ্গলবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে স্মৃতি চিরঞ্জীব সৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর কথা স্মরণ করে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “আমরা বঙ্গবন্ধুকে ফিরে পাব না। কিন্তু তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা এ আদর্শ বাস্তবায়ন করব।”

কমিশন গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, “কমিশন গঠনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত। সেটা উনারা সিদ্ধান্ত নেবেন। এটা হওয়া উচিত বলে আমরা মনে করি।”

এরপর সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!