• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

বাড়ছে ডেঙ্গু রোগী, আরও একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৭:২৮ পিএম
বাড়ছে ডেঙ্গু রোগী, আরও একজনের মৃত্যু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন আক্রান্ত ১৯৭ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন রোগী।

এছাড়া চলতি বছরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৯ দশমিক ১০ শতাংশ এবং নারী ৫০ দশমিক ৯০ শতাংশ।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ দশমিক ১০ শতাংশ ও নারী ৩৮ দশমিক ৯০ শতাংশ।

Link copied!