রাজধানীর মালিবাগে ফ্লাইওভারের ওপর থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাহিদা ইসলাম হাতিরঝিল থানা এলাকার ওমর আলী লেনে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম শেখ আবু সাঈদ মা আজিমুন ইসলাম। তার বাবা বেঁচে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার কিছু পরে হঠাৎ উপরের উড়াল সড়ক থেকে নিচে এসে পড়েন মেয়েটি। এ সময় সেখানে থাকা মানুষজন ফ্লাইওভারের দিকে তাকিয়ে একটি ছেলেকে দেখতে পান। যে অল্প সময়ের মধ্যেই সরে পড়েন সেখান থেকে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, কফি খাওয়ার কথা বলে সাহিদার এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি পরিবার। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।