• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, নারীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০২:৫০ পিএম
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, নারীর মৃত্যু
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ কানিজ খাদিজা নিপা (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন নিপা। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী কেসোয়ার মোল্লার মেয়ে।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার দীঘিরপাড় এলাকার একটি বাসার চতুর্থ তলায় গ্যাস বিস্ফোরণ থেকে আগুন লেগে নিপা, তার মা হাসিনা মমতাজ (৬০), একটি পোশাক কারখানার সুপারভাইজার সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০) দগ্ধ হন।

নিপার বোন ইভা ইসলাম বলেন, “দীঘির পাড় এলাকায় একটি বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করত আমার বোন। পাশের রুমে থাকত একই কারখানার সুপারভাইজার। শুক্রবার আমার মা হাসিনা মমতাজ নিপাকে দেখতে গিয়েছিল। আমিও গিয়েছিলাম, তবে রাতে খেয়ে বাসায় চলে আসি। রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে গিয়ে দেখি মা, বোন ও তাদের পাশের রুমের পোশাক কারখানার সুপারভাইজার সোহান ও তার স্ত্রী সায়েমা দগ্ধ অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে আসি।”

দগ্ধদের বিবরণ দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, “নিপার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া হাসিনার ৫৫ শতাংশ, সোহানের ৯৯ শতাংশ, সায়েমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!