• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

পার্টি অফিসে যেতে পারলেন না ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১২:২৯ পিএম
পার্টি অফিসে যেতে পারলেন না ফখরুল

পুলিশের বাধায় নয়াপল্টনে পার্টি অফিসে যেতে পারলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়নগর মোড় থেকে পুলিশের বাধার মুখে পড়েছেন তিনি। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমাকে পার্টি অফিসে যেতে দেওয়া হলো না।”

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। পথে বিজয়নগর মোড়ে পৌঁছালে তিনি পুলিশের বাধার মুখে পড়েন।

এ সময় মির্জা ফখরুল উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে উদ্দেশ্য করে বলেন, “এটা আমাদের দলীয় কার্যালয়। এটা আমাদের প্রোপার্টি। আপনি আমাকে বলেন, এখন এখানে আমি এলাউড কিনা?”

জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, “আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ এলাউ হেয়ার।”

মির্জা ফখরুল বলেন, “আমি পার্টির মহাসচিব। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না। তারা যে তদন্ত করছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ওখানে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না। নাথিং ওয়াজ দেওয়ার।”

বিএনপি কার্যালয়ে পুলিশই ককটেল নিয়ে এসেছিল অভিযোগ করে তিনি বলেন, “আমাদের কেউ কোনো বোমা মারেনি। নো বডি ডিট ইট। একটি চক্রান্ত পরিকল্পনা করে আমাদের ১০ তারিখের সমাবেশ বানচাল করার জন্য এসব করা হয়েছে। এটা সরকারের হীন পরিকল্পনা ও চক্রান্ত। ১০ তারিখে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হবে।”

Link copied!