• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

আমার চোখের পানি সঞ্চয় করলে দিঘি বানানো যেত: আমান আযমী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ১২:০৯ পিএম
আমার চোখের পানি সঞ্চয় করলে দিঘি বানানো যেত: আমান আযমী
আবদুল্লাহিল আমান আযমী। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন।

বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন।

২০১৭ দিন কীভাবে কেটেছে আয়না ঘরে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।

তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, “এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য; কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি, তা দিয়ে একটি দিঘি বানানো যেত।” 

তার ব্যাগে থাকা পবিত্র কুরআন খুলে দেখিয়ে তিনি বলেন, “৮ বছর এ কুরআন পড়েছি। এটা অনেক ছিঁড়ে গেছে। এটাই অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি।” 

এ সময় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে জানিয়ে বলেন, “এটা ক্ষমার অযোগ্য। কুরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে। এ সময় তিনি নোট করে রাখেন বলে জানান পরিবারের সদস্যদের।”

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আযমীকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়।
 

Link copied!