• ঢাকা
  • সোমবার, ০৩ জুন, ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জ্বিলকদ ১৪৪৫

আরও দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৪:১৭ পিএম
আরও দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে অবসরের বিষয়টি জানানো হয়।

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরদির্শক মো. মাহবুব হাকিম।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

এর আগে, গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।

Link copied!