• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

ক্যানসার আক্রান্ত আহসান হাবীব মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৪:০৮ পিএম
ক্যানসার আক্রান্ত আহসান হাবীব মারা গেছেন

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব (৪০)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আহসান হাবীব শাহীনের শরীরে ২০২২ সালে ক্যানসার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুর, ভারতেও চলেছে চিকিৎসা।

চুয়াডাঙ্গার আলমডাঙায় জন্ম নেওয়া আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি তার স্ত্রী, দুই ছেলে ও মা-বাবা রয়েছেন।

২০১০ সালে সহকারী জজ হিসেবে রাজশাহীতে কর্মজীবন শুরু করেন আহসান হাবীব। এরপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহে দায়িত্বরত ছিলেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যশোর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবেও কাজ করে সুনাম অর্জন করেন। সর্বশেষ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেব পল্লী বিদ্যুৎ বোর্ডে পদায়ন ছিলেন তিনি।

আহসান হাবীবের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এতে বলা হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব দুরারোগ্য ক্যানসারের কাছে হেরে সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করুন।

Link copied!