বিএনপি ও সমমনা দলের সপ্তম দফায় ডাকা দুই দিনের অবরোধ শুরুর আগের দিন সন্ধ্যায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উত্তরার হাউজবিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আসার আগেই বাসের লোকজন পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বলেন, বাসটি যাত্রী নামিয়ে মোড় ঘুরানোর সময় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। তবে তারা পৌঁছার আগে বাসের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।






























