• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যাত্রাবাড়ীতে যুবক ও কিশোরীর মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৩:৪৪ পিএম
যাত্রাবাড়ীতে যুবক ও কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া পাড়ার ধার্মিকপাড়ার এলাকার একটি কক্ষ থেকে এক যুবক ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একই অফিসকক্ষ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে অফিস কক্ষের থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

ওসি জানান, মৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

Link copied!