• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল ও খুলনা : দুই সিটিতেই এগিয়ে নৌকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৫:৪৭ পিএম

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই সিটিতে এখন চলছে ভোট গণনা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সিটিতেই আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রতীকের মেয়র প্রার্থী এগিয়ে আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল সিটির ৫৫ কেন্দ্রের ফল ঘোষিত হয়েছে। তাতে ৪৬ হাজার ৫৩৮ ভোট পেয়ে এ গিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ইসলামী আন্দোলনের হাতপাখার প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ১৩ হাজার ৭৩৭ ভোট।

অন্যদিকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও এগিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি পেয়েছেন ১৪ হাজার ৩৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল পেয়েছেন ৩ হাজার ৫৩০ ভোট। এ সিটিতে ঘোষিত কেন্দ্রের সংখ্যা ৩১টি। 

Link copied!