দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে যুবলীগের উদ্যোগে দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। বিএনপির চোখে ইউরোপ-আমেরিকার স্বপ্নে বিভোর থেকেই সে স্বপ্নও ভেঙে গেছে। চোখ-মুখ শুকিয়ে গেছে।”
সেতুমন্ত্রী আরও বলেন, “লন্ডনে বসে মনোনয়ন-বাণিজ্য করছে তারেক। বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে। এক সেলফিতেই বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে।”
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি একেকবার একেকজনের ওপর ভর করে। টাকা খরচ করে তারা বিদেশিদের দিয়ে স্টেটমেন্ট সংগ্রহ করে। এ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায়। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।”
সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ভালোবাসা নিয়েই আছি। এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মের দল নয়। জনকল্যাণে আওয়ামী লীগ সতর্ক অবস্থান জানান দেয়। আওয়ামী লীগ জনগণের দল তাই কাউকে ভয় পায় না।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ, আন্দোলন-সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্তকারী সংগঠন। আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করেছে যুবলীগ।”