• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৩:০৭ পিএম
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

মাইন উদ্দিন আরও বলেন, দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাতাস ও পানির সংকটও থাকায় আগুন নিয়ন্ত্রণে একটু সময় লেগেছে। এ ছাড়া বাতাস ও উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইন উদ্দিন বলেন, আগুন লাগা মার্কেটটি ২০১৯ সালের ২ এপ্রিল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছিল। ১০ বার নোটিশ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার যা যা করণীয় ছিল আমি সবই করেছি, তারপরেও ব্যবসায়ীরা মার্কেট চালু রেখেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। এরপরই যোগ দেয় সেনা ও বিমান, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা। দীর্ঘ ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!