• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অছিম পরিবহনের বাসে আগুন, ভেতরে ঘুমন্ত হেলপারের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১০:১৫ এএম
অছিম পরিবহনের বাসে আগুন, ভেতরে ঘুমন্ত হেলপারের মৃত্যু
ছবি : প্রতীকী

রাজধানীর ডেমরার দেইলা এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাইম (২২) নামের এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া আরও একজন হেলপার দগ্ধ হয়েছেন। তারা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ হেলপারের নাম রবিউল (২৫)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, অছিম পরিবহনের ওই বাস রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। দুই সহকারী বাসের মধ্যে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেওয়া হয়। নাইমের লাশ বাসের ভেতর থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!