• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

যেসব এলাকায় গ্যাস থাকবে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:১৭ এএম
যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাস থাকবে না। এর মধ্যে কামরাঙ্গীরচরে চার ঘণ্টা এবং উত্তরার একাংশে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ অক্টোবর) আলাদা বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কামরাঙ্গীরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

অন্যদিকে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নম্বর সেক্টরসহ উত্তর পাশে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Link copied!