• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৪:৩১ পিএম
বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর দেড়টায় আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি (হানিফ ফ্লাইওভার থেকে) থেকে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আহমেদ রবিন গণমাধ্যমকে বলেন, “শনিবার ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের বিভিন্ন মামলায় আগাম জামিন নিয়ে বাবা বাসায় ফিরছিলেন। দুপুর দেড়টার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।”

এ বিষয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!