• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৭:৫০ পিএম
নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ঢাকায় শোক র‌্যালি করবে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন থেকে এ শোক র‌্যালি বের করা হবে।

বুধবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করছে বিএনপি।

বুধবার পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!