• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ওয়ারী থানার সামনে বিস্ফোরণে আহত ৩


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ১০:৩৬ এএম
ওয়ারী থানার সামনে বিস্ফোরণে আহত ৩

রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন আবুল বাশার (৬৫), তার স্ত্রী মাকসুদা আক্তার (৫৫) ও তাদের ছেলে মাহবুব (২০)। তারা গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার বাসিন্দা। আহত অবস্থায় রাত ১১টার দিকে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন।

আহত আবুল বাশার জানান, ছেলেকে পুলিশ নিয়ে যাওয়ার খবর পেয়ে তারা থানার সামনে যান। সেখানে পুলিশের সঙ্গে কথা হয় তাদের। ছেলেকে নিয়ে ফেরার সময় রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ধোঁয়া হয় চারদিকে। কিছু সময় পর বুঝতে পারেন নিজেরা আহত হয়েছেন। তাদের হাতে ও মাথায় আঘাত লেগেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তারা গুরুতর আহত নন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!