• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার চিন্তা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০১:৪৭ পিএম
১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার চিন্তা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেছেন, “টিকা নেওয়ার বয়সসীমা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে আমাকে নির্দেশনা দিয়েছেন। সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার জন্য জানিয়েছেন।”

শুক্রবার (২৩ জুলাই) মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যের ডিজি।

খুরশীদ আলম বলেন, “আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা করে ঠিক করব কীভাবে এটা করা যাবে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাব। তবে এটি খুব দ্রুত সময়ের মধ্যেই হবে।”

টিকাদান পদ্ধতি সহজ করা নিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তারা এনআইডি কার্ড দেখিয়ে বা টিকাকেন্দ্রে গিয়ে টিকা কার্ড সংগ্রহ করে টিকা নিতে পারবেন কি না, সে বিষয়ে ভাবছে সরকার।

এর আগে, ১৫ জুলাই রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় শিক্ষার্থীদের আনতে টিকা গ্রহণের বয়সসীমা ১৮ বছর করা হচ্ছে।

Link copied!