• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ১০:৫৬ এএম
হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শোকবার্তায় তিলি লেখেন, “বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে রাজশাহীতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ আগুনপাখি, নামহীন গোত্রহীন, সক্রেটিস, বিধবাদের কথা নানা পাঠে, এই পুরাতন আখরগুলি ইত্যাদি। তাঁর জন্ম বর্ধমানের মঙ্গলকোটের যবগ্রামে, স্কুল জীবনের পড়াশোনা বর্ধমানে। তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল।“

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আলো লেখেন, “আমি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন হাসান আজিজুল হক। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে অধ্যাপনা করেন। ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
 

Link copied!