সারা দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২১২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৬:৫৮ পিএম
সারা দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২১২

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭। 

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮৬২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫।

মারা যাওয়া ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন। 

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ২৭১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫। রোগী শনাক্ত হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৭ শতাংশ। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২১২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৩ জন, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৬ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

এর আগে সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩ ও মঙ্গলবার ২০০ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

Link copied!