• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৯:১৪ পিএম
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল বুধবার (২১ জুলাই)। করোনা শুরুর পর গত তিন ঈদে ঈদগাহে কিংবা খোলা মাঠে জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা থাকলেও এবার তা শিথিল করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বড় বড় মসজিদগুলো এরইমধ্যে ঈদ জামাতের প্রস্তুতি প্রায় শেষ করেছে। ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান। তৃতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত। জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।

সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। সকাল ১০টা ৪৫ মিনিটে সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। তার সঙ্গে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. শহীদুল্লাহ।

ঢাবিতে ঈদের তিন জামাত

সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এছাড়া সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে এবং একই সময়ে ফজলুল হক মুসলিম হল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। 

গুলশান সেন্ট্রাল মসজিদ

গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ছয়টা, সাড়ে সাতটা এবং সাড়ে নয়টায় জামাত অনুষ্ঠিত হবে। 

চকবাজার শাহী মসজিদ

সকাল আটটা ও নয়টায় পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে দুটি জামাত হবে।

ধানমন্ডির তাকওয়া মসজিদ

সকাল সাড়ে সাতটা ও সকাল নয়টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। 

আজিমপুর কবরস্থান মসজিদ

সকাল সাতটা, আটটা, নয়টা ও ১০টায় মোট চারটি জামাত হবে আজিমপুর কবরস্থান মসজিদে।

পুরান ঢাকা তারা মসজিদ

পুরান ঢাকার তারা মসজিদে সকাল সাড়ে আটটা ও নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।  

নিমতলী ছাতা মসজিদ

সকাল আটটা ও নয়টায় নিমতলী ছাতা মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে।

আগামছি লেন জামে মসজিদ

সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় আগামছি লেন জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে।
 
বায়তুল মামুর জামে মসজিদ

সকাল সোয়া আটটা ও নয়টায় বায়তুল মামুর জামে মসজিদে ঈদের জামাত হওয়ার কথা রয়েছে। 

মসজিদে গাউসুল আজম

মহাখালীর মসজিদে গাউসুল আজমে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর যেসব মসজিদে একটি করে জামাত অনুষ্ঠিত হবে

রায়সাহেব বাজার জামে মসজিদে সাড়ে আটটায়, মিরপুর দারুস সালাম লালকুঠি বড় মসজিদে সকাল সাতটায়, ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে আটটায়, ঈদগাহ মাঠ মসজিদে আটটায়, সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, বড় কাটারা মাদ্রাসা মসজিদে সকাল আটটায় এবং লালবাগ শাহী মসজিদে সকাল সাড়ে আটটায় একটি করে জামাত অনুষ্ঠিত হবে।

Link copied!