• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

মতিঝিলে মাদকসহ ৬ জন আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১২:০৮ পিএম
মতিঝিলে মাদকসহ ৬ জন আটক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদকসহ ৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

শনিবার (৩০ অক্টোবর) সকালে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এ তথ্য  জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জানান, মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারিরা অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

Link copied!