• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

মগবাজার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০১:৩৬ পিএম
মগবাজার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। 

শুক্রবার (২২ অক্টেবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে কমলাপুরগামী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। 

ট্রেন উদ্ধার করতে আসা বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যোগাযোগ কর্মকর্তা মো. খাইরুল কবির বলেন, ট্রেনটি উদ্ধার করা হয়েছে। একটি লাইন বন্ধ থাকায় ট্রেন চলাচলে স্বাভাবিক সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটছে। সন্ধ্যা মধ্যে এটি ঠিক হয়ে যাবে।   

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!