• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

মকবুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০২:০৭ পিএম
মকবুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বিএনপি নেতা মকবুল হোসেনের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এই আবেদন করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে এর শুনানি হবে। এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়।

গত সোমবার রাতে তুচ্ছ ঘটনার জেরে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। পববর্তীতে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে নাহিদ হোসেন ও মুরসালিন নামে দুই যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় বাদী হয়ে দুটি মামলা করেছে পুলিশ। যার একটিতে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় সংঘর্ষের সূত্রপাত হওয়া দুই দোকানের মালিক বিএনপি নেতা মকবুল হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে। 

Link copied!