ভারত থেকে প্রবেশের সময় শিশুসহ আটক ১২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:২৭ পিএম
ভারত থেকে প্রবেশের সময় শিশুসহ আটক ১২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ জুলাই) ভোরে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করে বিজিবির স্থানীয় কাশিপুর ক্যাম্পের সদস্যরা। সকালে আটকদের বিরুদ্ধে সীমান্ত আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকরা অবৈধভাবে থেকে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ শেষে দেশে ফিরছিল।

লালমনিরহাট ১৫ বিজিবি অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুল ইসলাম জানান, আটকরা কাশিপুরু সীমান্তের আন্তর্জাতিক ৯৪২ মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারের কাছ দিয়ে আসার সময় কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটকদের মধ্যে ১১ জনই নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। একজন ফুলবাড়ী উপজেলার। 

আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার গাগলা বিন্যাবাড়ী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল জলিল (৫২), তার স্ত্রী লিলিফা বেগম (৪৩), ছেলে লিমন মিয়া (১২), মেয়ে আফরিনা খাতুন (৮), কুটিবামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৭), তার স্ত্রী আনজু বেগম (৩১), মৃত আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার স্ত্রী আনিচা বেগম (৩৩), মেয়ে হামিদা খাতুন (৮), ছেলে রমজান আলী (৩), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেনের মেয়ে রুবিনা খাতুন (৫) ও  উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন (২২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক ১২ বাংলাদেশির মধ্যে সাতজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। দুপুরে সাতজনকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে স্বজনদের দেওয়া হয়েছে। 

Link copied!