• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০২:৪২ পিএম
বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাস চাপায় সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু বিচার, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে বিআরটিএর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টা থেকে এই অবস্থান শুরু করেন তারা।

ছাত্রদের দাবি, শুধু ঢাকা নয়, সারা দেশে শিক্ষার্থীদের জন্য সব ধরনের গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। 

এদিকে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে রামপুরা ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি।  

এদিকে সড়ক অবরোধের কারণে রামপুরা ডিআইটি রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কিছু কিছু গাড়ি রামপুরা বাজার ওয়াপদা রোড দিয়ে হাতিরঝিল হয়ে চলাচল করছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রামপুরা বাজার এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Link copied!