বাংলাদেশকে উপহার হিসাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উদ্বৃত করে মন্ত্রণালয়ে নব নিযুক্ত তথ্য কর্মকর্তা মহসিন রেজা বার্তাটি পাঠান।
ক্ষুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন লিখেন, "সুখবর। সৌদি আরবে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থেকে তিন দিনের মধ্যেই এই টিকা বাংলাদেশে পৌঁছাবে।"
মন্ত্রী আরও বলেন, "শুধু সৌদির বাদশা নয়, পোল্যান্ড সরকারও বাংলাদেশকে ৩৩ লাখ (৩.৩ মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। এই টিকাগুলো খুব শিগগিরই বাংলাদেশে পৌঁছাবে। এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।"
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সফররত পোল্যান্ডের রাষ্ট্রদূত (নয়াদিল্লিতে বসবাসরত, বাংলাদেশ ও ভারত উভয় দেশের সঙ্গে যোগাযোগে দায়িত্বপ্রাপ্ত) অ্যাডাম বুরাকওস্কি বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে প্রতীকিভাবে টিকা হস্তান্তর করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্স সফরে রয়েছেন।
এদিকে করোনাভাইরাস মহামারি রোধে সারাদেশে টিকা কার্যক্রম চলছে। স্কুল শিক্ষার্থীরাও এখন টিকা পাচ্ছে। সারাদেশের বিভিন্ন কেন্দ্রে টিকা কার্যক্রমের ব্যবস্থা করেছে সরকার।