• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

বছিলায় ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:১১ এএম
বছিলায়  ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান জানান, ভোররাত থেকে বসিলার বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-২। সন্দেহ করা হচ্ছে এখানে জঙ্গি আস্তানা রয়েছে। আস্তানার ভেতর একাধিক জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে বেশ কিছু বিস্ফোরক রয়েছেও বলে ধারণা করা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়েছে।

এরই মধ্যে ঘটনাস্থলে যোগ দিয়েছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। স্থানীয়দের সতর্ক করা হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সহকারী পরিচালক আরও জানান, র‌্যাব-২ এই অভিযানে গেলেও তাদের সহায়তা করছে সদর দপ্তর। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!