• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খোলা সেই পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০২:৩৬ পিএম
বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খোলা সেই পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

বগুড়ার একটি সরকারি হাসপাতালে বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় এবং চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মো. আসাদুল ইসলাম মীর ওরফে ধলুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২-এর আভিযানিক ও গোয়েন্দা দল। ধলু বগুড়া থেকে প্রথমে নওগাঁয় আত্মগোপন করেছিলেন এবং ধরা পড়ার ভয়ে সেখান থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে আত্মগোপনের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার ধলু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুমিরাডাঙ্গা গ্রামের মৃত জয়নুদ্দিন মীরের ছেলে। তিনি ছয় বছর ধরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ৫০ টাকা বকশিশ না পেয়ে বিকাশ চন্দ্র দাশ (১৭) নামের চিকিৎসাধীন এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে ফেলেন ধলু। এর পরপরই প্রাণ হারায় সংকাটাপন্ন ওই রোগী। এ ঘটনায় বুধবার (১০ নভেম্বর) রাতে বগুড়া সদর থানায় ধলুকে আসামি করে একটি মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলুকে গ্রেপ্তার করা হয়।

ধলু চিকিৎসাধীন বিকাশ চন্দ্র দাশের অক্সিজেন মাস্ক খোলার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন আরও জানান, ধলু ছয় বছর ধরে ওই হাসপাতালে দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। প্রতিদিন দুপুরে নিজের দায়িত্ব পালন শেষে তিনি হাসপাতালের জরুরি বিভাগের আউটডোরে ট্রলিতে করে রোগীদের পৌঁছে দেওয়া ও দালালিসহ বিভিন্ন কাজ করতেন। এজন্য তিনি রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় সাইকেলে করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বিকাশ চন্দ্র দাশ। সে গাইবান্ধার স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত এবং একটি ওয়ার্কশপে গ্রিল ওয়েল্ডিংয়ের কাজ করতেন। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে ওই হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের সামনে অবস্থানরত ধলু আহত বিকাশকে হাসপাতালে ভর্তির জন্য তার অভিভাবকের কাছে ৫০০ টাকা দাবি করেন। পরে দরাদরির একপর্যায়ে ২০০ টাকায় রাজি হন ধলু। বিকাশকে হাসপাতালে ভর্তির পর তার অভিভাবকদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় ধলুকে ১৫০ টাকা দেন এবং নিজেদের অপারগতার কথা জানান। তখন ধলু উত্তেজিত হয়ে বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন। এতেই অক্সিজেনের অভাবে মারা যায় বিকাশ। ঘটনার পর নিহতের পরিবারের লোকজন ও অন্যান্য রোগীর আত্মীয়স্বজন জড়ো হলে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত ধলু।

 

Link copied!