• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৯:১৬ পিএম
পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা ফেরিটি। এ সময় ফেরিতে থাকা দুটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। সামান্য আহত হন কয়েকজন যাত্রী। বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৩ জুলাই সকাল ১০টায় প্রথমবার পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় ফেরি শাহজালাল। বরখাস্ত হওয়া ফেরিচালক আব্দুর রহমান জানান, ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রবল স্রোতে ফেরির সামনের অংশ পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এ পর্যন্ত ৪টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে বলে জানা গেছে।

 

Link copied!