• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাকার বাইরে হাফ ভাড়া নয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০১:০৮ পিএম
ঢাকার বাইরে হাফ ভাড়া নয়

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীতে হাফ ভাড়া কার্যকর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে এ ঘোষণা দেন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

খন্দকার এনায়েত উল্ল্যাহ জানান, এই হাফ ভাড়া শুধুমাত্র রাজধানী ঢাকার জন্য প্রযোজ্য। ঢাকা বাইরের জেলাগুলোতে শিক্ষার্থীদের ফুল বাড়াই দিতে হবে। 

খন্দকার এনায়েত আরো জানান, শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়গুলোতে হাফ ভাড়া কার্যকর হবে না।

Link copied!